ফের চুম্বন বিতর্কে উদিত নারায়ণ, বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়

আজ এখন নিউজ ডেস্ক, 6 ফেব্রুয়ারি: বলিউডের বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ আবারও বিতর্কের কেন্দ্রে। বিভিন্ন মঞ্চ পরিবেশনার সময় তরুণী ভক্তদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলি সম্প্রতি ভাইরাল হয়েছে। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, উদিত ভক্তদের সঙ্গে সেলফি তোলার পর বা আলিঙ্গনের সময় চুম্বনে লিপ্ত হচ্ছেন। এই ঘটনাগুলি ঘিরে বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে উদিতকে এক মহিলা অনুরাগের ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গিয়েছিল। কিন্তু সেখানেই থেমে থাকেননি উদিত নারায়ন। ফের উঠে এসেছে নতুন এক ভিডিও। যেখানে দেখা গিয়েছে, উদিত মঞ্চে হাঁটু গেড়ে বসে এক তরুণী ভক্তের সঙ্গে সেলফি তোলার পর গালে চুমু দেওয়ার বদলে সরাসরি ঠোঁটে চুম্বন করছেন। এ ধরনের ঘটনাগুলি নতুন নয়। অতীতে গায়িকা শ্রেয়া ঘোষাল এবং অলকা যাজ্ঞিকের সঙ্গেও মঞ্চে চুম্বনের ঘটনা ঘটেছে, যা নিয়ে তাঁরা প্রকাশ্যে অপ্রস্তুত হয়েছিলেন।

সমালোচনার পরও উদিত নারায়ণ এই বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে ভক্তদের আবেগকে উপেক্ষা করা যায় না। এই প্রসঙ্গে উদিত বলেন, “অনুরাগীরা তাঁদের ভালোবাসা প্রকাশের জন্য এমন কাজ করেন। আমি ভদ্রলোক এবং তাঁদের আবেগকে সম্মান করি। এগুলোকে নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই।”