আজ এখন নিউজ ডেস্ক, 6 ফেব্রুয়ারি: বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল ও তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় দাম্পত্য জীবনের ১০ বছর পূর্ণ করলেন। এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে শ্রেয়া লিখলেন, “আজও মনে হয় যেন কালই ছিল! একে অপরকে পেয়ে আমরা ধন্য।” তাঁদের ছেলে দেবয়্যানকে ঈশ্বরের আশীর্বাদ বলেও উল্লেখ করেছেন তিনি।
শিলাদিত্য মুখোপাধ্যায় শুধুমাত্র শ্রেয়ার জীবনসঙ্গী নন, নিজেও কর্মজীবনে অত্যন্ত সফল। তিনি ‘Truecaller for Business’-এর গ্লোবাল হেড, যা কলার আইডি ও স্প্যাম ব্লকিং প্রযুক্তির জন্য জনপ্রিয়। ২০২২ সালের এপ্রিল থেকে এই পদ সামলাচ্ছেন তিনি। ব্যবসায়িক দুনিয়ায় তাঁর প্রভাবশালী অবস্থান শ্রেয়ার খ্যাতির সঙ্গে তাল মিলিয়ে চলে।
স্কুলজীবন থেকেই প্রেমে ছিলেন শ্রেয়া ও শিলাদিত্য। এক বন্ধুর বিয়েতে শ্রেয়াকে বিয়ের প্রস্তাব দেন শিলাদিত্য, আর সেখানেই প্রেম পরিণতি পায়। ২০১৫ সালে বিয়ে করে সুখের সংসার শুরু করেন তাঁরা। শ্রেয়া-শিলাদিত্যের প্রেমকাহিনি রূপকথার মতোই, যা বলিউডি ছবিকেও হার মানাবে!