জুলাই থেকে শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং, রাজকুমার রাও ‘দাদা’, ডোনার চরিত্রে চমকের অপেক্ষা

আজ এখন নিউজ ডেস্ক, 7 ফেব্রুয়ারি: ক্রিকেটপ্রেমী ভারতীয়দের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। জানা গেছে, চলতি বছরের জুলাই মাস থেকে কলকাতায় এই সিনেমার প্রথম দফার শুটিং শুরু হবে। সৌরভের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে থাকবেন? সেই রহস্যভেদ হতে পারে এই মাসের শেষেই।

সৌরভ ও ডোনার মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের মতে, ডোনার ভূমিকায় অভিনয়ের জন্য তৃপ্তি দিমরি হতে পারেন সেরা পছন্দ। ‘কলা’ ও ‘বুলবুল’-এর মতো সিনেমায় তার দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে সবার। প্রযোজনা সংস্থা সানার ইচ্ছাকে মান্যতা দেবে কি না, তা এখন দেখার বিষয়। তবে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা ফেব্রুয়ারির শেষেই।

বায়োপিকটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, যিনি ‘উড়ান’ এবং ‘লুটেরা’-র মতো সিনেমার জন্য খ্যাত। প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে, যা ফেব্রুয়ারির শেষেই সম্পন্ন হবে।
সৌরভের জীবনের সঙ্গে কলকাতার সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই বায়োপিকের শুটিং শুরু হবে তার শহর থেকেই। প্রথম দফার শুটিং শেষে সিনেমার কাজ এগিয়ে যাবে দেশের বিভিন্ন লোকেশনে।

সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করেছিলেন। অধিনায়ক হিসেবে তার সাহসী সিদ্ধান্ত, বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলের পুনর্জন্মের গল্প এবং ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই বাঙালি ও ভারতীয় দর্শকের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। সৌরভের বর্ণময় জীবন কেমনভাবে রুপোলি পর্দায় উঠে আসে, তা দেখার জন্য মুখিয়ে আছেন তার অনুরাগীরা।
সিনেমার ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা। সৌরভ নিজে জানিয়েছেন, তিনি রাজকুমার রাওয়ের অভিনয় নিয়ে অত্যন্ত আশাবাদী। একইসঙ্গে, ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও তৈরি হয়েছে চর্চার ঢেউ।