২৭ বছর পর বিজেপি করল দিল্লি দখল! আপ বিপর্যয়ে তোপ আন্না হাজারের

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৮ ফেব্রুয়ারি: আন্না হাজারে একমাত্র রাজনৈতিক গুরু ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের। তবে যত দিন গেছে তত সবকিছু বদলে যায়। বেশ কয়েক বছর হল কেজরিওয়াল ও রান্নার সঙ্গে ক্রমবর্ধমান দূরত্ব চলে এসেছে। এবার প্রবীণ জননেতা প্রাক্তন শিষ্যের ক্ষমতা হারিয়ে যাওয়ার জন্য গর্জে উঠলেন। এবং তিনি জানান, কেজরিওয়াল শুধু অর্থশক্তির দ্বারা মদের নেশাতেই ডুবে থাকে। কোন ধরনের সতর্কবাণী শোনেননি। আর সেই কারণেই এবার পরাজয়ের মুখ দেখতে হচ্ছে আপকে। প্রসঙ্গত, ইতিমধ্যেই জানা গিয়েছে নিজের কেন্দ্র নয়াদিল্লিতে ৩ হাজার ভোটে হারতে হয়েছে কেজরিকে।

আন্না এখন এই পরিস্থিতিতে কি বলছেন? ২০১১ সালে আন্না যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন দেশের জন্য তখন তিনি ভারতের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। এবং তিনি বলেছেন, ”আমি বরাবরই বলে এসেছি প্রার্থীর স্বভাব, ভাবনাচিন্তা হতে হয় বিশুদ্ধ। জীবনে কাউকে দোষারোপ না করে ত্যাগ করাই দস্তুর হওয়া উচিত। এই গুণগুলিই ভোটারদের কাছে ওকে বিশ্বস্ত করে তুলেছিল। আমি ওকে বলেছিলাম। কিন্তু ও কথা শোনেনি। এবং মন দিল মদে… কেন এই ইস্যুটা উঠে এল? ও অর্থক্ষমতায় বুঁদ হয়ে পড়েছিল।”

আজ সকালে বিজেপি আপকে গণনা শুরু হতে বোঝা যায়। যত সময় এগিয়েছে ততই স্পষ্ট হয়ে গিয়েছে গেরুয়া শিবিরই দিল্লির তখত দখল করতে চলেছে। আগের দুবার ২০১৫ সালে যেখানে আপ পেয়েছিল ৬৭টি আসন, সেখানে ২০২০ সালে তাদের সংগ্রহে ছিল ৬২। কিন্তু এবার তারা কুড়ি পেরবে কিনা সেটাই পরিষ্কার নয়। আর সেই পরিস্থিতিতে এবার প্রাক্তন শিষ্যকে ‘ধমক’ দিলেন আন্না।