মহকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা! বাসও ট্রাকের সংঘর্ষে মৃত্যু ৭ পূর্ণর্থীর

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১১ ফেব্রুয়ারি: এদিন মহাকুণ্ডের পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে ঘটে গেছে ভয়ানক দুর্ঘটনা। ৭ জনের মৃত্যু হয় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারণে। মধ্যপ্রদেশের জব্বলপুরে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বাসটি দুমড়ে মুছরে যায়। ঘটনায় আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থীদের ওই দল অন্ধ্রপ্রদেশ থেকে বাসে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন। প্রায় ২৫ জন পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে সোমবার রাতেই বাড়ি যাওয়ার জন্য বাসে রওনা দেয়। মধ্যপ্রদেশের জব্বলপুরের এই ঘটনাটি সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।জেলাশাসক দীপক কুমার সাক্সেনা জানান, মাল বোঝাই ওই ট্রাকটি রাস্তার ভুল লেন ধরে চলছিল। যার জেরেই এই ঘটনা ঘটে। জব্বলপুরের জেলা সদর দপ্তর থেকে ৬৫ কিলোমিটার দূরে ঘটে এই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাফিক আইন অমান্য করে ভুল লেন ধরে চলার জেরেই এই ঘটনা ঘটেছে। মিনি বাসের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। বাকিরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রশাসন ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় বাকি যাত্রীদের। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, কুম্ভ থেকে ফেরার পথে এই দুর্ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগেও একাধিক এমন দুর্ঘটনার খবর এসেছে। গত সোমবার আগ্রার চার পুণ্যার্থী দুর্ঘটনার কবলে পড়েন। ওই দিনই আর এক দুর্ঘটনায় ওড়িশার এক বাসিন্দার মৃত্যু হয় ও ৬ জন আহত হন।