ইলিয়ানা ডি ক্রুজের জীবনে আবারও খুশির হাওয়া, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী

আজ এখন নিউজ ডেস্ক, 16 ফেব্রুয়ারি: বলিউড থেকে দূরে গিয়েও আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। প্রথম সন্তানের জন্মের পর থেকেই তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই তালিকায় এবার নতুন সংযোজন, ইলিয়ানা আবারও মা হতে চলেছেন। সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করা কিছু ইঙ্গিতপূর্ণ ছবি থেকেই এই গুঞ্জন শুরু হয়েছে।

প্রথম সন্তান কোয়ার জন্মের সময় থেকেই ইলিয়ানার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ওঠে। সন্তানের পিতৃত্ব নিয়ে চর্চার মধ্যেই প্রেমিক মাইকেল ডোলানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ছেলেকে নিয়ে কাটানো নানা সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। বছর খানেক ধরে নিজের মাতৃত্বের যাত্রার বিভিন্ন ধাপ এবং সন্তানের আদুরে ছবিগুলি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।

অক্টোবরে ইলিয়ানা একটি ‘প্রেগন্যান্সি কিট’-এর ছবি পোস্ট করেন। সেই ছবিতে তাঁর উচ্ছ্বাস ভরা অভিব্যক্তি দেখে অনেকেই ধারণা করেন, তিনি আবার মা হতে চলেছেন। যদিও তখন এ বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে কিছু মুখরোচক খাবারের ছবি শেয়ার করে ইলিয়ানা লেখেন, ‘‘আপনি অন্তঃসত্ত্বা, সেটা মুখে না বলেও বোঝানো সম্ভব।’’ এরপর থেকেই তাঁর দ্বিতীয়বার মা হওয়ার খবরে মেতে উঠেছে নেটদুনিয়া।

কয়েক বছর ধরেই বলিউড থেকে দূরে সরে গেছেন ইলিয়ানা। অভিনয়জগৎ ছেড়ে তিনি বর্তমানে বিদেশে নিজের সুখী সংসার গড়ে তুলেছেন। পোষ্যদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উদযাপন করছেন তিনি। তবে দ্বিতীয় সন্তান কবে ভূমিষ্ঠ হবে, সে সম্পর্কে এখনো কিছু জানাননি ইলিয়ানা। ভক্তরা অপেক্ষা করছেন অভিনেত্রীর নতুন সুখবর শোনার জন্য। অভিনয় থেকে দূরে থাকলেও ইলিয়ানা প্রমাণ করেছেন যে তাঁর ব্যক্তিগত জীবনই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।