আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৭ ফেব্রুয়ারি: কর্ণাটকের মাইসুরুতে ঘটে গেছে এক রহস্যজনক মৃত্যু ঘটনা। ওই এলাকায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে, ফলে ওই মৃত্যুকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে মাইসুরের একটি ফ্ল্যাটে থেকে উধাও হয় পেশায় ব্যবসায়ী চেতন, তাঁর স্ত্রী, নাবালক পুত্র ও মায়ের দেহ। তবে কি আত্মঘাতী করেছে ওই পরিবার! নাকি কেউ তাঁদের খুন করেছে? কর্ণাটক পুলিশ এই গোটা ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ ইতিমধ্যে জানিয়েছে, ওই পরিবারের সকলে মিলে মৃত্যুর আগের দিন একটি মন্দিরে পূজা দিতে যনমৃ। সেখান থেকে ফেরার পথে রাতের খাবার নিয়ে পেয়েছিলেন। তারপর ভোর বেলার দিকে আমেরিকা নিবাসী তার ভাইয়ের ফোন আসে। সেখানে তাঁকে জানান, সপরিবারে আত্মঘাতী হতে চলেছেন তিনি। তার ভাই কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। তারপর তাড়াতাড়ি করে তাদের এক আত্মীয়কে ফোন করে ভরত, এবং তাকে চেতনের বাড়িতে যেতে বলে। সবাই মিলে যতক্ষণ না পৌঁছায় ততক্ষণে আত্মঘাতী হয়েছে গোটা পরিবার।
এদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়র চেতন কর্মসূত্রে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে কাটিয়েছেন। ২০১৯ সালে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন তিনি। প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাঁর। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, হয়ত বিপুল ঋণে জড়িয়ে পড়েছিলেন চেতন যার জেরেই এই কাণ্ড ঘটান তিনি। কেন এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।