এবার দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি! তবে কি আবহাওয়ায় ফিরবে শীত?

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৯ ফেব্রুয়ারি: আজ সকাল থেকেই পূর্বাভাস অনুযায়ী সূর্যের দেখা মেলেনি আকাশে। এখন সাধারণত আকাশ মেঘলাই রয়েছে। তবে দক্ষিণবঙ্গ জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামী সাত দিন ধরে বৃষ্টিতে ভাসবে। হাওয়া অফিস জানিয়েছে, তুষারপাত হওয়া সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। তবে তাপমাত্রার বিরাট হেরফেরের সম্ভাবনা নেই বলেই খবর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার দিনভর আকাশ মেঘলাই থাকবে। কলকাতার দিকের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেলার দিকে। তবে কাল অর্থাৎ বৃহস্পতিবার সারা কলকাতা জুড়ে সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে। বৃষ্টিতে রীতিমতো ভাসতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম এবং বীরভূম ও মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তাহের শেষে গিয়ে কলকাতার বেশ কয়েকটি জেলায় রাতের দিকে বৃষ্টি হবে। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাবে।

এদিকে আপাতত কয়েকটি দিন দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আগামিকাল থেকে জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আজ ও আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা অরুণাচল প্রদেশে। আগামী ৪১ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে। মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অসম, মেঘালয়ে। রাজধানী দিল্লিতে ও আগামী দুদিন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।