আজ এখন নিউজ ডেস্ক, 19 ফেব্রুয়ারি: এবার নাকি হলিউডে সলমন খান? সলমন খানকে নিয়ে গুঞ্জন তুঙ্গে। ভাইজান ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা। শোনা যাচ্ছে, বলিউডের ভাইজান এবার হলিউডে পা রাখতে চলেছেন। এই খবর রীতিমতো উত্তেজনার স্রোত বইয়ে দিয়েছে ভক্তমহলে। তবে এই খবরের সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সত্যিই কি সলমনকে হলিউডের সিনেমায় দেখা যাবে?
‘মিড ডে’-এর প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সলমন খান এবং সঞ্জয় দত্তকে নাকি একসঙ্গে দেখা যাবে হলিউডের একটি থ্রিলার ছবিতে। ছবিটিতে দুই তারকার অসাধারণ অ্যাকশন দৃশ্য দর্শকদের মুগ্ধ করবে বলে আশা। যদিও এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কিছু এখনও প্রকাশ্যে আসেনি।
ইতিমধ্যেই সলমন তাঁর জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস ১৮’ শেষ করেছেন। পাশাপাশি তিনি তাঁর আসন্ন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে ব্যস্ত। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবির টিজ়ার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ইদে মুক্তি পাবে ‘সিকন্দর’, যা নিয়ে ভক্তদের উৎসাহ তুঙ্গে।
সলমনের হলিউড ডেবিউ নিয়ে জল্পনা সত্যি হলে এটি হবে তাঁর ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়। তবে আপাতত ভক্তরা অপেক্ষায় রয়েছেন সলমনের আসন্ন ছবি ‘সিকন্দর’-এর জন্য। ছবিটির অ্যাকশন দৃশ্য ও গল্প নিয়ে প্রত্যাশা এখন আকাশচুম্বী।