আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২০ ফেব্রুয়ারি: আবহাওয়া দপ্তরের গতকালের দেওয়া পুর্ভাবাসই সত্যি হলো। পশ্চিমবঙ্গ জেলা সহ খাস কলকাতা, এখন জলে ভিজছে। আজ সকাল থেকে আকাশের মুখ ভার ছিল। যত বেলা বেড়েছে ততই মেঘে ছেয়ে যায় আকাশ। বেলা 11 টা থেকে আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর ঝলকানি।
ফেব্রুয়ারির প্রথম দিকটা বাঙালির সাধের শীত চুরি গেছিল। ছাড়া কলকাতা গরমের আমেজে রীতিমতো ঘাম ছিল। মানুষজন দিনের বেলা রীতিমতো ঘাম ছিল। তবে সক্রিয় অক্ষরেখার প্রভাবে আচমকায় হাওয়া বদল হয়ে গিয়ে। হাওয়া হাওয়া অফিস কয়েকদিন আগেই জানিয়েছে, কলকাতা সহ পশ্চিমবঙ্গের কিছু জেলায় বৃহস্পতিবার থেকে ঝেপে বৃষ্টি হবে। বাদ পড়বে না নদিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনাও। এদিন সকাল থেকেই সেই পূর্বাভাস সত্যি করে বৃষ্টি নামে রাজ্যজুড়ে। বেলা যত বেড়েছে বৃষ্টির দাপট ততই বেড়েছে। কিন্তু এর প্রভাবে কি ফিরবে শীতের আমেজ? কী বলছে হাওয়া অফিস?
রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। আজ, বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে টানা চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম,ভাতার , কাটোয়া মঙ্গলকোট প্রভৃতি এলাকায় দেখা যায় ঘরির কাঁটা নটা ছুঁতেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আউশগ্রামের একাংশে হাল্কা শিলাবৃষ্টিও দেখা যায়। পুরুলিয়া, হাওড়া, নদিয়ার মতো একাধিক জেলাতেও চলছে বৃষ্টি। আপাতত এই দুর্যোগ থামার লক্ষ্মণ নেই। চলবে রবিবার পর্যন্ত।