আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২২ ফেব্রুয়ারি: গতকাল রাতে একটি মহিলাকে হোটেলে ছাদে তুলো জোর করে গণধর্ষণ করা হয়। পুলিশ এই ঘটনায় চারজন হোটেল কর্মীকে গ্রেফতার করেন। বেঙ্গালুরু কোরমঙ্গল স্টেশনের কাছে বৃহস্পতিবার রাতেই ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, যারা ওই মহিলাকে নির্যাতন করেছে তিনি বিবাহিত ছিলেন। ওই ঘটনার দিন মহিলাটি তার একজন পরিচিত যুবকের সঙ্গে কোরমঙ্গল স্টেশনের কাছের হোটলের ওঠে। তারপর ওই যুবক জোর করে তাকে ছাদে নিয়ে যায়। আর আগে থেকেই তিনজন অভিযুক্ত ছাদে উপস্থিত ছিল। তারপর চারজন মিলে ওই বিবাহিত মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। তারপর ওই মহিলা অভিযোগ করতে করমঙ্গল থানায় যান। তারপরই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা করিয়েছে পুলিশ।
তদন্তে নেমে চার অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে তিন অভিযুক্ত পশ্চিম বাংলার বলে জানিয়েছে পুলিশ। অন্যজন উত্তরাখণ্ডের বাসিন্দা। অভিযুক্তরা প্রত্যেকেই হোটেলে কাজ করে। পুলিশের ডেপুটি কমিশনার সারা ফতিমা বলেন,” রাত দেড়াটা নাগাদ ঘটনাটি ঘটেছে। পরে নির্যাতিতা থানায় অভিযোগ জানায়। বিবাহিত মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক অবস্থা এখন স্থিতীশীল। আমাদের তদন্ত চলছে।”