আজ এখন নিউজ ডেস্ক, 24 ফেব্রুয়ারি:
বাগুইআটির চাউল পট্টির বাজারেরকালী মন্দিরে ফের চুরির ঘটনা। মন্দির থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ১৪ বছর আগেও এই মন্দিরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল, যার কিনারা আজও হয়নি।
সোমবার সকালে ব্যবসায়ীরা মন্দিরে এসে দেখতে পান, মন্দিরের পাশের গেটের তালা ভাঙা। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চমকে যান তাঁরা। প্রতিমার গায়ে থাকা সমস্ত সোনার অলঙ্কার উধাও। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই খবর দেন বাগুইআটি থানায়। মন্দিরের সদস্যরা জানিয়েছেন, প্রতিমার হাতে, কানে ও গলায় ভরি ভরি সোনার গয়না ছিল। সুরক্ষার জন্য মন্দিরে দুইজন নিরাপত্তাকর্মী এবং সিসিটিভি ক্যামেরা থাকলেও এই চুরির ঘটনা ঘটল কীভাবে, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে।
স্থানীয়রা দাবি তুলেছেন, রবিবার রাতে যদি এই চুরির ঘটনা ঘটে থাকে, তবে তখন নিরাপত্তাকর্মীরা কোথায় ছিলেন? সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এই চুরির ঘটনা পরিকল্পনা করল কারা? মন্দির কমিটির একাংশ মনে করছেন, সুরক্ষাকর্মীদের ভূমিকাও সন্দেহজনক। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এই প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ১৪ বছর আগে একই মন্দির থেকে ২০-২৫ ভরি সোনার গয়না চুরি গিয়েছিল। সেই সময় পুলিশ তদন্তের আশ্বাস দিলেও আজ পর্যন্ত সেই ঘটনার কিনারা হয়নি। তবে মন্দির চত্বরে এই চুরির ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। তাঁদের দাবি, প্রশাসন যেন দ্রুত গয়না উদ্ধার করে এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়।