অবশেষে মহাভারত নিয়ে আসছেন আমির! কেরিয়ার ঘোরাতে পারবেন তিনি?

আজ এখন নিউজ ডেস্ক, 25 ফেব্রুয়ারি: দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে বড় পর্দায় আসছে আমির খানের স্বপ্নের প্রকল্প ‘মহাভারত।’ বলিউডে বহু আলোচনার পর অবশেষে বাস্তবায়িত হতে চলেছে আমির খানের স্বপ্নের প্রকল্প ‘মহাভারত।’ প্রায় দেড় দশক ধরে এই মহাকাব্যকে বড়পর্দায় আনার পরিকল্পনা করছিলেন আমির। এবার সেই স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগোলেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে আমির নিজেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।

এই প্রসঙ্গে আমির খান জানান, বহুদিন ধরেই মহাভারতের ওপর একটি চলচ্চিত্র তৈরি করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল উপযুক্ত সময়, পরিকল্পনা এবং পরিকাঠামো। এখন সেই স্বপ্ন পূরণের সময় এসে গিয়েছে বলে মনে করছেন তিনি। ছবির বিশালতা ও জটিলতার কারণে এটি যে এক চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে চলেছে, তা তিনি স্বীকারও করেছেন।

‘মহাভারত’ এমন একটি মহাকাব্য, যা ভারতীয় দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে রেখেছে। তাই এই প্রকল্পের কাস্টিং নিয়েও শুরু হয়েছে জল্পনা। আমির কি নিজেই অভিনয় করবেন? যদি করেন তবে কোন চরিত্রে? অতীতে কৃষ্ণ এবং কর্ণের চরিত্রে অভিনয়ের বিষয়ে দোটানায় ছিলেন তিনি। তবে এই মুহূর্তে চরিত্র নিয়ে তিনি চূড়ান্ত কিছু ঘোষণা করেননি।

বলিউডে এমন একটি বড় মাপের প্রকল্পে কারা কাস্টিংয়ে থাকবেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে আমির জানিয়েছেন, এই ছবির জন্য তিনি সেরা অভিনেতা এবং টেকনিক্যাল টিমকেই বেছে নিতে চান। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে একাধিক বড় বাজেটের ছবি ফ্লপ হয়েছে আমির খানের। ‘ঠাগস অফ হিন্দোস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় তাঁর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। কিছুদিন বিরতি নিয়ে এবার আরও শক্তিশালী হয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ‘মহাভারত’-এর মাধ্যমে নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে চান ‘মিস্টার পারফেকশনিস্ট’।