আমেরিকার রাস্তায় দুর্ঘটনার জেরে আহত ভারতীয় ছাত্রী! ভিসা পেতে সাহায্য প্রার্থনা পরিবারের

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রয়া কর্মকার,২৭ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মাসে এক ভারতীয় ছাত্রের আমেরিকার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন। খবর সূত্রে, তিনি বর্তমানে কোমায় রয়েছেন। ওই তরুণীর পরিবার মহারাষ্ট্রের বাসিন্দা,এবং মেয়েরা মন অবস্থায় দেখভাল করার জন্য দ্রুত ভিসার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাইল। তবে বিদেশ মন্ত্রক এখনো পর্যন্ত এই বিষয়ে কোন বিবৃতি দেননি।

নিলাম শিণ্ডে নামে এক 35 বছরের তরুণীকে ১৪ ফেব্রুয়ারি দিন কালিফোর্নিয়ার রাস্তায় একটি চারচাকা গাড়ি পিষে দেয়। ওই তরুণী মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা ছিলেন। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করে পুলিশ। নিলাম ওই ঘটনার পর কোমায় চলে যান। তাঁর বাবা তানাজি শিণ্ডে বলেন, “১৬ ফেব্রুয়ারি দুর্ঘটনার কথা জানতে পারি আমরা। তার পর থেকে ভিসার জন্য চেষ্টা করছি। যদিও এখনও পর্যন্ত ভিসার ব্যবস্থা হয়নি।”

তরুণীর কাকা জানান, দুর্ঘটনায় নীলমের হাত ও পা ভেঙে গিয়েছে। এছাড়াও মাথায় গুরুতর আঘাত লেগেছে। পুলিশই তাঁকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেছিল। মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য পরিবারের অনুমতি চান চিকিৎসকরা। বর্তমান কোমায় রয়েছে তরুণী। ছাত্রীর বাবার মতোই কাকাও জানান, হাজার চেষ্টার পরেও ভিসা মিলছে না। দ্রুত ভিসা পেতে ভারত সরকারের সাহায্য চাইছে ছাত্রীর পরিবার।