আজ এখন নিউজ ডেস্ক, 4 মার্চ: চুক্তিভিত্তিক সরকারি গাড়ি চালকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রাজ্য সরকার তাঁদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করল। এবার থেকে সরকারি অফিস, বোর্ড, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত ড্রাইভাররা বর্ধিত পারিশ্রমিকের আওতায় আসবেন।
নতুন নিয়ম অনুযায়ী, সদ্য কাজে যোগ দেওয়া ড্রাইভারদের মাসিক পারিশ্রমিক শুরু হবে ১৬ হাজার টাকা থেকে। পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চালকরা পাবেন ২০ হাজার টাকা, ১০ বছরের অভিজ্ঞতাধারীরা ২৫ হাজার টাকা, এবং ১৫ বছরের অভিজ্ঞ চালকরা মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। যাঁরা ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন, তাঁদের জন্য মাসিক পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৩৮ হাজার টাকা।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। রাজ্য সরকারের প্রস্তাবিত এই কাঠামো রাজভবনের অনুমোদন পেয়েছে। তবে চালকদের একাংশের দাবি, বেতন বৃদ্ধি ছাড়া অন্যান্য সামাজিক সুরক্ষা এবং সুবিধাও নিশ্চিত করা প্রয়োজন। এই সিদ্ধান্তে চালকদের সংগঠন মনে করছে, এই নির্দেশিকা তাঁদের জন্য স্বস্তি আনবে এবং ভবিষ্যতে আরও সুবিধার পথ খুলে দেবে। আপাতত নতুন কাঠামো চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছেন চুক্তিভিত্তিক চালকরা।