আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৭ মার্চ: বসন্তের আগেই পড়ে যাবে উষ্ণতার ছোঁয়া। কয়েকদিনের মধ্যেই বেশ তাপমাত্রা বেড়ে যাবে। কলকাতায় ৩৫ ডিগ্রি ও জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে। গতকাল থেকে তাপমাত্রার বাড়তি শুরু করবেন। আর ১০ই মার্চ পর্যন্ত পারদ ওঠা নামা করবে। শনিবার থেকে তাপমাত্রা চড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে।এদিকে, উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
তবে তাপমাত্রা অনেক কিছুটা কমে যাবে সপ্তাহের মাঝে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামে। তবে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল এই আবহাওয়া ক্ষণিকের। তা সত্যি করে নতুন পূর্বাভাস, সপ্তাহের শেষে ফের চড়বে পারদ। দোল পূর্ণিমায় আবহাওয়া অনেকটা গরম থাকবে বলেই অনুমান আবহবিদদের। কলকাতার তাপমাত্রা কিছুটা কমলেও, শনিবার ফের বাড়বে। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। আকাশ পরিষ্কার থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি।
দক্ষিণবঙ্গে পারা চড়ার পূর্বাভাস থাকলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং ও কালিম্পং-সহ চার জেলায় বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গোয়া, কর্নাটক, কেরলে। গোয়াতে তাপপ্রবাহ শুরু হয়েছে। রবিবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে গুজরাট ও অন্ধ্রপ্রদেশেও।