আজ এখন নিউজ ডেস্ক, 10 মার্চ: শৌচাগারের সমস্যার কারণে দিল্লি পৌঁছানোর আগেই শিকাগো ফিরে যেতে হল এয়ার ইন্ডিয়ার শিকাগো-দিল্লি এআই ১২৬ ফ্লাইটকে। দীর্ঘ ১০ ঘণ্টা আকাশে ভেসে থাকার পর যাত্রীদের আবার শিকাগোতেই নামতে হয়। গত ৬ মার্চ, বৃহস্পতিবার শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে গ্রিনল্যান্ডের কাছাকাছি পৌঁছানোর পর জরুরি ঘোষণা করে বিমানের গতিপথ বদলানো হয়। এর কারণ বিমানের ১০টি শৌচাগারের মধ্যে ৯ টিই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ফলে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমানচালক সিদ্ধান্ত নেন বিমানটি ফিরিয়ে আনার।
বিমানে থাকা এক যাত্রীর দাবি, শৌচাগারের পাইপলাইনে জল জমে যাওয়ায় এই সমস্যা দেখা দেয়। বিজনেস ক্লাসের একটি শৌচাগার সচল থাকলেও সেটি ৩০০-রও বেশি যাত্রীর জন্য যথেষ্ট ছিল না। যাত্রা শুরুর প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিমানের গতিপথ বদল করা হয়। রাত ৯টা নাগাদ বিমানটি শিকাগো ফিরে আসে।
এই ঘটনার পরিপ্রেক্ষতে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে এবং তাঁদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। যাঁরা বিকল্প যাত্রা গ্রহণ করেননি, তাঁদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।