আজ এখন নিউজ ডেস্ক, 11 মার্চ: ইউটিউবার আরমান মালিক তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকাকে নিয়ে বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এক ছাদের নীচে দুই স্ত্রী ও তাঁদের সন্তানদের নিয়ে সুখে সংসার করেন তিনি। তবে সম্প্রতি কৃতিকার ২ বছরের ছেলে জায়েদের অসুস্থতার কারণে আবেগপ্রবণ হয়ে পড়েছে এই পরিবার।
কৃতিকা জানিয়েছেন, তাঁর ছেলে জায়েদের রিকেট রোগ ধরা পড়েছে। ভিটামিন ডি-এর অভাবে হওয়া এই রোগে হাড় দুর্বল হয়ে পড়ে। নিজের ইউটিউব চ্যানেলে মেডিক্যাল রিপোর্ট সামনে এনে কান্নায় ভেঙে পড়েন কৃতিকা। তিনি বলেন, “খারাপ মন্তব্য আর ট্রোলিং আমাদের মানসিক শান্তি কেড়ে নিয়েছে। আপনারা যা বলবেন বলুন, কিন্তু দয়া করে আমাদের বাচ্চাদের অভিশাপ দেবেন না।”
পায়েলও কৃতিকার কথায় কেঁদে ফেলেন এবং বলেন, “আমাদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য সহ্য করব, কিন্তু দয়া করে আমাদের সন্তানদের ছেড়ে দিন। ভালোবাসা দিন, অভিশাপ নয়।”
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, কৃতিকা ও পায়েল তাঁদের ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। কৃতিকা বলেন, “জায়েদের অবস্থা ভালো নয়। ডাক্তার দেখাতে গিয়েও সে ভয় পাচ্ছে।”
প্রসঙ্গত, ২০১১ সালে পায়েলকে বিয়ে করেছিলেন আরমান। তাঁদের প্রথম সন্তান চিরায়ুর জন্মের পর, ২০১৮ সালে পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করেন তিনি। কৃতিকার সঙ্গে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আরমান। প্রথমে দুই স্ত্রীর মধ্যে সম্পর্ক উত্তপ্ত থাকলেও পরে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। বর্তমানে দুই স্ত্রী এবং তাঁদের চার সন্তান নিয়ে আরমানের পরিবার একটি ব্যতিক্রমী জীবনযাপনের উদাহরণ।
দুই স্ত্রী নিয়ে বসবাস এবং ইউটিউব কনটেন্টের কারণে আরমান মালিকের পরিবার দীর্ঘদিন ধরেই ট্রোলিং এবং সমালোচনার শিকার। তবে সন্তানের অসুস্থতার সময়ে তাঁদের আবেগঘন আবেদন সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের সদস্যদের মতে, তাঁরা ট্রোলিং উপেক্ষা করে ভালোবাসার মাধ্যমে একসঙ্গে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শিশুদের নিয়ে ট্রোলিং এবং নেতিবাচক মন্তব্য তাঁদের মনের উপর গভীর প্রভাব ফেলেছে।