বিয়ের পরে ‘দুর্বল’ বর নিয়ে আপত্তি, কনের সিদ্ধান্তে চাঞ্চল্য

আজ এখন নিউজ ডেস্ক, 12 মার্চ: রাজস্থানের ঢোলপুরে এক বিবাহ সম্পন্ন হওয়ার পরদিনই তৈরি হলো অপ্রত্যাশিত পরিস্থিতি। নববধূ দীপিকা বরের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে রাজি না হওয়ায় এক রাতেই ভেঙে গেল নতুন বিয়ে। গিরিশ কুমারের মেয়ে দীপিকা ও করৌলির যুবক প্রদীপের বিয়ে জমকালো আয়োজনে হয়। আমন্ত্রিতরা ভরপেট খেয়েছেন, বিয়েও মিটেছে নির্বিঘ্নে। কিন্তু পরদিন সকালে নববধূ দীপিকা জানান, বরের সঙ্গে তিনি শ্বশুরবাড়ি যাবেন না।

কনের দাবি, বিয়ের সময় সিঁদুর পরানোর সময় বরের হাত কাঁপতে দেখেছেন তিনি। তাঁর ধারণা, বর শারীরিকভাবে সুস্থ নন। এ কারণে তিনি ওই বরের সঙ্গে সংসার করতে চান না। অনেক বোঝানোর পরও সিদ্ধান্তে অনড় থেকে বরের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান দীপিকা। বর প্রদীপ একজন চুক্তিভিত্তিক শিক্ষক এবং নববধূ দীপিকা স্নাতকোত্তর এবং বিএড পাশ করা একজন উচ্চাকাঙ্ক্ষী শিক্ষিকা। চাকরির পরীক্ষা দিয়েছেন তিনি। তবে এই ঘটনার পর দুই পরিবারের মধ্যে চরম অস্বস্তি তৈরি হয়েছে।

দুই পরিবারের পক্ষ থেকে সম্পর্ক মেরামতের চেষ্টা চলছে। কিন্তু দীপিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। বিয়ের পর এমন ঘটনা নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ কনের সাহসের প্রশংসা করছেন, কেউ আবার এটিকে অযৌক্তিক দাবি বলে মনে করছেন।