মায়ের অবহেলায় মৃত্যু আলিপুর চিড়িয়াখানার নবজাতক জিরাফ শাবকের

আজ এখন নিউজ ডেস্ক, 12 মার্চ: শেষ পর্যন্ত বাঁচানো গেল না আলিপুর চিড়িয়াখানায় জন্ম নেওয়া নবজাতক জিরাফ শাবককে। মাত্র ১৫ দিনের মধ্যেই মায়ের অবহেলা এবং স্নেহের অভাবে প্রাণ হারাল ছোট জিরাফ শাবক। চিড়িয়াখানার কর্মী ও আধিকারিকদের আনন্দ পরিণত হল শোকের স্রোতে। গত ২৪ ফেব্রুয়ারি ভোরবেলায় চিড়িয়াখানার জিরাফ আশা সুস্থ এক শাবকের জন্ম দেয়। তবে জন্মের পর থেকেই মা আশার আচরণে দেখা যায় অস্বাভাবিকতা। মায়ের অবজ্ঞা এবং স্নেহহীনতায় শাবকটি মায়ের দুধও পান করতে পারেনি। কর্তৃপক্ষ ফিডিং বোতলের মাধ্যমে শাবকটিকে বাঁচানোর চেষ্টা করলেও সে দুধ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে।

এই প্রথম নয়, এর আগেও আশার একটি সন্তান মায়ের অযত্নের কারণে প্রাণ হারিয়েছিল। একাধিকবার একই ঘটনা ঘটায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিন্তিত এবং মায়ের আচরণের কারণ অনুসন্ধানে চিকিৎসক ও বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় বর্তমানে জিরাফের সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক। সংখ্যায় মোট ১০টি। অন্যান্য চিড়িয়াখানায় প্রাণী বিনিময়ের জন্য আলিপুরের জিরাফের চাহিদা সর্বদা বেশি। এই পরিস্থিতিতে বংশবিস্তারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলেও মায়ের অবহেলায় নবজাতক শাবকের মৃত্যু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শাবকটিকে বাঁচাতে জিরাফ হাউস থেকে আলাদা বিশেষ ব্যবস্থা করা হলেও মায়ের স্নেহ ও যত্নের অভাবে শেষ পর্যন্ত প্রাণ হারায় নবজাতকটি। এই প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, “সন্তানকে মায়ের যত্নে রাখার সবরকম চেষ্টা করা হয়েছিল। তবে মায়ের অবজ্ঞা সন্তানের এই পরিণতির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।”