হোয়াটসঅ্যাপ পরিচয়ের আড়ালে ৫০ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার ৬

আজ এখন নিউজ ডেস্ক, 16 মার্চ: হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারে নামী প্লাইবোর্ড সহ কোম্পানির মালিকের ছবি এবং নাম, এই পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল চাঞ্চল্যকর প্রতারণার ফাঁদ। শহরে ঘটেছে নতুন ধরনের এই জালিয়াতি, যেখানে আরকে আগরওয়াল নামে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পার্কস্ট্রিট থানা এলাকার বাসিন্দা বিজয় কুমার ভাঁটিয়ার মাধ্যমে, আর্থিক সাহায্য চাওয়া হয় আরকে আগরওয়ালের কাছ থেকে। এরপর হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে টাকার লেনদেনের বিষয়টি সহজেই সম্পন্ন হয়। কোটিপতি শিল্পপতির পরিচয়ের মোড়কে প্রতারকরা তাদের চাল চালতে সক্ষম হয়। এরপর নগদ ৫০ লক্ষ টাকা সংগ্রহের সময় ‘ভুয়ো’ প্রতিনিধিরা টাকা নিয়ে গা ঢাকা দেয়।

জালিয়াতির অভিযোগ দায়ের হওয়ার পর ৪ মার্চ থেকে তদন্তে নামে পুলিশ। মহারাষ্ট্রের নাল্লাসোপাড়ায় স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ধরা পড়ে ৬ অভিযুক্ত। ওয়াকাব মহম্মদ জাভেদ চান্দিওয়ালা, রিজা রাজি সায়েদ, শচীন মনোহর প্রসাদ, পবন শাহ, মহেন্দ্র পাল সিং এবং চেতন সিং। এদের মধ্যে তিনজন মহারাষ্ট্রের বাসিন্দা, বাকি তিনজন কলকাতার।

অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে বাজেয়াপ্ত হয়েছে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং ব্যাঙ্কের চেক। পুলিশ কমিশনের পক্ষ থেকে প্রতারকদের পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার লক্ষ্যে তদন্ত চলছে। এই ঘটনা কার্যত নগরবাসীকে আরও সতর্ক করে তুলেছে ডিজিটাল মাধ্যমে প্রতারণার নতুন ধরণ সম্পর্কে।