বুধবারেই পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোর!

আজ এখন নিউজ ডেস্ক, 16 মার্চ: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্পেস এক্সের মহাকাশযান সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। রবিবার ভারতীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশযানটি স্টেশনে অবতরণ করে। এই যানের মাধ্যমেই পৃথিবীতে ফিরবেন নাসার দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোর।

সূত্রের খবর অনুযায়ী, মহাকাশযানটি স্টেশনে পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কারণে দরজা খুলতে কিছুটা সময় লেগেছিল। মহাকাশের পরিবেশের চাপ এবং সুরক্ষা নিশ্চিত করতে ১০টা ৪৫ মিনিট নাগাদ মহাকাশযানের দরজা খোলা হয়। এরপর একে একে মহাকাশযান থেকে বেরিয়ে আসেন অ্যান মাইক্লান, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশচারী তাকওয়া ওনিশি এবং রাশিয়ার কিসিয়া পেশকোভ।

নাসার এই দুই মহাকাশচারী গত বছর মে মাসে মাত্র আট দিনের জন্য মহাকাশ সফরে গিয়েছিলেন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের সেই সফর দীর্ঘ ৯ মাসে পরিণত হয়। বোয়িং স্টারলাইনের যান্ত্রিক সমস্যার কারণে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েন। তাদের ফেরাতে নাসা একাধিকবার চেষ্টা চালিয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সির সময় তাদের ফেরাতে ইলন মাস্কের কাছে অনুরোধ করা হয়।

শেষ পর্যন্ত স্পেস এক্সের মাধ্যমে ফেরার ব্যবস্থা করা হয়। কিন্তু উৎক্ষেপণের আগে রকেটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মিশন দুইদিন পিছিয়ে যায়। অবশেষে রবিবার সফলভাবে মহাকাশযানটি স্টেশনে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, ভারতীয় সময় অনুযায়ী আগামী বুধবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। দীর্ঘ অপেক্ষার পর সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার এই যাত্রা সকলের জন্য এক আবেগঘন মুহূর্ত হতে চলেছে।

এই প্রসঙ্গে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশচারীদের শারীরিক ও মানসিক অবস্থা ভালো আছে এবং তাদের ফিরিয়ে আনার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। মহাকাশ অভিযানের এই দীর্ঘ সময়ের পর তারা পৃথিবীর মাটিতে পা রাখবেন, যা আন্তর্জাতিক মহাকাশ গবেষণার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে।