আজ এখন নিউজ ডেস্ক, 17 মার্চ: অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর থেকেই এটি শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয়, উত্তরপ্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এই মন্দির থেকে কর বাবদ কেন্দ্রীয় কোষাগারে জমা পড়েছে প্রায় ৪০০ কোটি টাকা। রবিবার এই তথ্য জানান ট্রাস্টের সম্পাদক চম্পত রাই।
রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের ২২ জানুয়ারি। এরপর থেকে অযোধ্যা এক আধ্যাত্মিক পর্যটন হাব হিসেবে খ্যাতি লাভ করে। ট্রাস্টের মতে, মন্দির ঘিরে পর্যটক এবং ভক্তদের সংখ্যা গত বছরের তুলনায় দশগুণ বৃদ্ধি পেয়েছে, যা অযোধ্যার স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করেছে এবং কর্মসংস্থান বৃদ্ধি করেছে।
চম্পত রাই এই প্রসঙ্গে জানান, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছরে ট্রাস্ট সরকারকে ২৭০ কোটি টাকা পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এবং বাকি ১৩০ কোটি টাকা অন্যান্য কর হিসেবে জমা দিয়েছে। তিনি আরও বলেন, “শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট তার আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রেখেছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ) নিয়মিত ট্রাস্টের আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে।”
রাম মন্দির শুধু ধর্মীয় অনুভূতির প্রতীক নয়, এটি এখন স্থানীয় এবং জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অযোধ্যার আধ্যাত্মিক এবং আর্থিক উত্থান ভারতের ধর্মীয় পর্যটনের সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ট্রাস্টের তথ্য অনুযায়ী, মহাকুম্ভ উপলক্ষে এই বছর প্রায় ১ কোটি ২৬ লাখ ভক্ত অযোধ্যায় এসেছেন। গত বছর রাম মন্দির দর্শনে প্রায় ৫ কোটি পর্যটক অযোধ্যায় ভ্রমণ করেছেন। এর ফলে পর্যটন খাত থেকে বিপুল কর আয় অর্জিত হয়েছে।