রঙে রঙিন কাঞ্চন-শ্রীময়ীর দোল! প্রথমবার ক্যামেরার সামনে একরত্তি কৃষভি

আজ এখন নিউজ ডেস্ক, 16 মার্চ: টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের দাম্পত্য নিয়ে চর্চা থামার নাম নিচ্ছে না। এ বছরের দোল পূর্ণিমায়, রঙের উৎসব উদযাপনে অনন্য ছন্দ যোগ করল তাঁদের মেয়ে কৃষভির প্রথম দোল। পরিবারের এই বিশেষ মুহূর্তে রঙের ছোঁয়ায় ভেসে গেল সেলেব্রিটি কাপলের ভালোবাসার গল্প।

শুক্রবার দোল পূর্ণিমার দিনে, নিজেদের বাড়িতে রাধাকৃষ্ণের পুজোর আয়োজন করেন কাঞ্চন ও শ্রীময়ী। আধ্যাত্মিকতায় ভরপুর তাঁদের জীবনযাত্রায় এই দিনটিও এক আলাদা মাত্রা যোগ করে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদা পোশাকে সজ্জিত কাঞ্চন-শ্রীময়ী একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে দিয়েছেন। কাঞ্চনের পরনে ছিল সাদা পাঞ্জাবি। অপরদিকে, শ্রীময়ীর পরনে ছিল সাদা টি-শার্ট। কখনও কাঁধে মাথা রেখে আবার কখনও পাশে দাঁড়িয়ে তাঁদের হাসিমুখী ছবিগুলি তাঁদের সম্পর্কের উষ্ণতার জানান দিচ্ছিল।

তবে এই ছবির মধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে তাঁদের কন্যা কৃষভি। হলুদ, সবুজ আর নীল রঙের ফ্রকে ছোট্ট কৃষভি যেন উৎসবের কেন্দ্রে। তবে মেয়ের মুখ একবারও দেখা যায়নি। তারকা দম্পতি ইমোজি দিয়ে কৃষভির মুখ ঢেকে দিয়েছেন। এতে ভক্তদের একটু হতাশা থাকলেও মেয়ের উপস্থিতি তাঁদের জন্য বিশেষ আনন্দ বয়ে এনেছে।

কাঞ্চন-শ্রীময়ী দম্পতির প্রতি ঈশ্বরভক্তি তাঁদের জীবনের প্রতিটি পর্বে ধরা পড়ে। দাম্পত্যের প্রথম বছরেই তাঁরা উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। সম্প্রতি মহাকুম্ভ মেলায় অংশ নিয়ে ফিরেছেন। এবার দোলেও আধ্যাত্মিকতা আর রঙের সংমিশ্রণে তাঁদের দাম্পত্য আরও রঙিন হয়ে উঠল।