কলকাতায় ছড়াচ্ছে নতুন ভাইরাস! সংক্রমিত হচ্ছে সমস্ত মানুষ-সহ পশুরাও

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৯ মার্চ: এই ভাইরাসটি নভেল করোনা ভাইরাস নয়। বাইপাস লাগোয়া কলকাতার বেসরকারি হাসপাতালে  অতি পুরাতন হিউম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয় এক মাঝবয়সি মহিলা। চিকিৎসকরা কথা অনুযায়ী, এই এইচকেইউ–১ ভাইরাসটি আদতে করোনা ভাইরাসের একটি রূপ যে ভ্যারিয়েন্টকে বিটা করোনা ভাইরাস হংকনেজ় বলা হয়। এই ভাইরাসে মানুষ এবং পশু উভয়েই সংক্রমিত করতে পারে।

বিশেষজ্ঞরা জানান, ভাইরাস আগেও ছিল এবং এখনও থাকবে। এর থেকে নিস্তার পাওয়ার কোন আশঙ্কাই নেই। আপাতত বছর পঁয়তাল্লিশের ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে। কেউ যদি দু সপ্তাহ ধরে জ্বর সর্দি কাশিতে ভোগে এবং শ্বাসকষ্ট শুরু হয় তাহলে শীঘ্র তাঁকে  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হিউম্যান করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়টি চিহ্নিত হয়।

ভাইরোলজি বিশেষজ্ঞরা আরও জানান, হিউম্যান করোনা ভাইরাসের নানা রূপ রয়েছে যার মধ্যেই এই রোগিনী এইচকেইউ–১ সাবটাইপে আক্রান্ত। এ ছাড়াও ২২৯ই, এনএল৬৩, ওসি৪৩ সাবটাইপ রয়েছে হিউম্যান করোনাভাইরাসের। সব ক’টির সংক্রমণেই করোনার সাধারণ সর্দি–কাশি–জ্বরের উপসর্গ দেখা যায়। এতে মূলত সংক্রণের কবলে পড়ে শ্বাসনালির উপরিভাগ। খুব কম সংখ্যক রোগীকেই নিউমোনিয়া কিংবা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে সাধারণ সর্দি–কাশির মতোই রোগীদের নাক দিয়ে কাঁচা জল ঝরা, মাথা ব্যথা, গলা খুসখুস করা ইত্যাদির মতো উপসর্গ থাকে।

এই এইচকেইউ–১ সাবটাইপের হিউম্যান করোনা ভাইরাস প্রথম চিহ্নিত হয় ২০০৪ সালে। তবে এখনও এর কোনও টিকা আবিষ্কার হয়নি। অবশ্য চিকিৎসকরা অভয় দিচ্ছেন, তার কোনও দরকারও নেই। এক চিকিৎসক কটাক্ষ করে বলেছেন, ‘এটা যেভাবে অজান্তে শরীরে প্রবেশ করে সেভাবেই চলে যায়।’