আজ এখন নিউজ ডেস্ক, 21 মার্চ: আইপিএল এবার পূর্ণ করল ১৮ বছর। এবারের মেগা উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে ক্রিকেটের প্রাণকেন্দ্র কলকাতার ইডেন গার্ডেনসে। সমর্থকদের জন্য এটি এক মহোৎসব। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মাঠে বিরাট কোহলির উপস্থিতি আর কেকেআরের কর্ণধার শাহরুখ খানের অংশগ্রহণ, এই আয়োজনে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
প্রতি বছরের মতো এবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান থাকবে তারকায় ভরপুর। শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি এবং করণ আউজলার পারফরম্যান্সে মঞ্চ রঙিন হয়ে উঠবে। তবে এই বছরের সবচেয়ে বড় চমক কিং খান শাহরুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি, যা নিয়ে সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনার ঝড় উঠেছে।
শুধু সঞ্চালনাই নাকি শাহরুখ খান নাচ বা অভিনয় দিয়েও দর্শকদের চমকে দেবেন? অতীতে যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়কে নাচিয়েছেন, তেমনই এবারও কিং খান নতুন কোনো চমক দেবেন কি না, তা নিয়ে চলছে আলোচনা। তাঁর জনপ্রিয় গানে যদি তিনি মঞ্চ মাতান, তবে সেটি হবে স্মরণীয় এক মুহূর্ত।
আইপিএল শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, এটি বিনোদনের মহাযজ্ঞ। গত বছরের চ্যাম্পিয়ন কেকেআরের মালিক হিসেবে শাহরুখের উপস্থিতি উদ্বোধনী ম্যাচে বাড়তি আবেগ যোগ করবে। শাহরুখ খান, তারকা শিল্পীদের পারফরম্যান্স এবং বিরাট কোহলির উপস্থিতি নিয়ে ইডেন গার্ডেন্সে আজ রাত পোহালেই শুরু হবে উৎসবের এক নতুন অধ্যায়।