ভালোবাসার জেরে নিজের গলায় ছুরির কোপ! আর্তি রক্তাক্ত প্রেমিকের

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,২১মার্চ: এক যুবক প্রেমে আঘাত খেয়ে সারারাত তার লোকের মাঝে নিজের গলায় খুব বসালেন। তারপর সেই ছবি তুলে রাস্তায় পাশের দোকানে গিয়ে তাঁর ছবি তুলে দেওয়ার আর্জি জানান। এবং তিনি বলেন নিজের এই রক্তাক্ত ছবি ভাইরাল করবেন। হাওড়ার ডোমজুড়ের বন্যাপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল ছড়িয়েছে।বলেন, নিজের রক্তাক্ত ছবি ভাইরাল করবেন। বর্তমানে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, যুবকের নাম প্রশান্ত সিং রানা। তিনি অন্য রাজ্যের বাসিন্দা। হাওড়ায় তিনি কর্মসূত্রে থাকবেন। সেখানে তিনি একটি কারখানায় কাজ করতেন। গতকাল রাতে এলাকায় দাঁড়িয়ে নিজের প্রশান্ত ছুরি চালান। তাঁকে হঠাৎ করে দেখে সবাই চমকে যান। এরপর তিনি ওই রক্তাক্ত অবস্থায় এলাকার একটি পাশের দোকানে দোকান।আর দোকানদারের হাতে  নিজের ফোনটা দিয়ে বলেন, “আমার একটা ছবি তুলে দিন। ভাইরাল করব।” ওই দোকানদারও প্রশান্তের অমন অবস্থা দেখে স্বভাবিকভাবেই ভয় পেয়ে যান। তিনি ছবি তুলে দিতে অস্বীকার করেন। এরপর নিজেই নিজের ছবি তোলার চেষ্টা করেন যুবক। তবে কিছুক্ষণের মধ্যেই লুটিয়ে পড়েন রাস্তায়।

এরপর প্রত্যক্ষদর্শীরা খবর দেয় থানায়। পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে ভর্তি করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন যুবক। তবে তিনি সুস্থ হলে তারপরই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।