বিচারপতির সরকারি বাসভবনে ১৫ কোটি টাকা উদ্ধার!

আজ এখন নিউজ ডেস্ক, 21 মার্চ: নগদ ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো থেকে। যার জেরে সুপ্রিম কোর্ট তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে তীব্র আপত্তি তুলেছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি, এই বদলি দুর্নীতির ঘটনায় ধামাচাপা দেওয়ার শামিল।

এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, বিচারপতির বাংলোয় আগুন লাগার পর দমকল কর্মীরা এক ঘর থেকে নগদ 15 কোটি টাকা উদ্ধার করেন। এই নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত শুরু করেছে। তবে বিচারপতির বদলি হওয়া নিয়ে বার অ্যাসোসিয়েশন প্রশ্ন তুলেছে, “আমরা কি ডাস্টবিন?”

আইনজীবীদের অভিযোগ, এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যেই বিচারপতির ঘাটতিতে ভুগছে। এর মধ্যে এমন একজন বিচারপতিকে বদলি করা, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তা আদালতের মর্যাদার পরিপন্থী। তাঁরা আরও দাবি করেছেন, বিচারপতি নিয়োগ বা বদলির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বারবার তাঁদের উপেক্ষা করে।

বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট ও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিদের কাছে এই ঘটনায় তাদের সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে। আইনজীবীদের মতে, দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং শুধুমাত্র বদলির মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত নয়।