ফের রাজ্যে মারধর পুলিশকে! এই ঘটনায় দুইজন অভিযুক্ত আটক

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,২২ মার্চ: ভাঙ্গরের পোলেরহাটে এদিন জমি সংক্রান্ত সমস্যা মেটাতে গিয়ে মার খেতে হল পুলিশকে। অভিযুক্তের থেকে পুলিশকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙ্গরের পোলারহাটে যথেষ্ট শোরগোল ছড়িয়েছে।

পুলিশের দাবি, ওই এলাকাযর বাসিন্দা রশিদ মোল্লা, নাসিরুদ্দিন মোল্লা এবং জাহাঙ্গীর মোল্লাদের মধ্যে জমি সংক্রান্ত কিছু বিবাদ চলছিল। পুলিশ খবর পেয়ে ওই ঘটনাস্থলে পৌঁছায়। এবং দুজনকে আটক করে। আর অভিযুক্তদের গাড়িতে তোলার সময় ঘটনাস্থল তেতে ওঠে। অভিযোগ, পুলিশের হাত থেকে ওই দুজনকে কেড়ে নিতে যায় এলাকাবাসী। এক কনস্টেবলকে কিল, চড় ও ঘুসি মারা হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।

তবে এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার রাজ্যে আক্রান্ত হয়েছে পুলিশ। বীরভূম থেকে হুগলি, মেদিনীপুরে বারবার পুলিশকে টার্গেট করেছে মারমুখী জনতা। ভাঙড়ের এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে ধরপাকড় করা হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা।