১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, ইংরেজী: ২ এপ্রিল ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ২০ চৈত্র, চান্দ্র: ৪ মধুসুধন মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৮ বুদ্ধাব্দাঃ, মুসলিম: ৩-শাওয়াল-১৪৪৬ হিজরী
মেষ: পেশাদারি উচ্চবিদ্যায় তাক লাগানো সাফল্য ও সেই সূত্রে কর্মলাভের আশা। ব্যবসা ও পেশায় উন্নতি হবে।
বৃষ: যে কোনও কর্মে দিনটি শুভ। অর্থকড়ি উপার্জন বৃদ্ধি পাবে। নতুন যোগাযোগ থেকে লাভবান হবেন। দেবারাধনায় মন।
মিথুন: কাজকর্মে দিনটি শুভ। বিদ্যায় অগ্রগতি। নতুন চাকরি লাভের যোগ। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে।
কর্কট: বাতজ ও পুরনো রোগের বৃদ্ধি ও দেহকষ্ট। কাজকর্মে বিলম্বিত গতি। ব্যবসায়ীদের ব্যস্ততা বাড়বে।
সিংহ: কাজকর্মে উন্নতি। লেখক শিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অত্যধিক কাজের চাপের ফলে স্বাস্থ্যহানির প্রবল যোগ।
কন্যা: কাজকর্ম ও বিদ্যায় গতিলাভ। ব্যবসায়িক ক্ষেত্রে বকেয়া প্রাপ্তির রাস্তা প্রশস্ত হবে। শরীর-স্বাস্থ্য গতানুগতিক।
তুলা: নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ। বাড়ির কনিষ্ঠজনের স্বাস্থ্য হানিতে মানসিক উদ্বেগ। কাজকর্ম এগবে।
বৃশ্চিক: একাধিক সূত্রে অর্থলাভ হবে। সঞ্চয় যোগ। কাজকর্মে সাফল্য ও সেই সূত্রে বিদেশ গমনেরও যোগ আছে।
ধনু: কর্মক্ষেত্রটি অনুকূল। আয় ব্যয় স্থিরতাহীন। পেশাদারদের পক্ষে শুভ দিন। মনে অস্থিরতা।
মকর: যে কোনও কর্মে উন্নতি ও প্রসার যোগ। মানসিক চঞ্চলতা। কর্ম প্রাপ্তি ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বরাত প্রাপ্তির যোগ। আয় বাড়বে।
কুম্ভ: যে কোনও কাজকর্মে কমবেশি বাধা থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। খাদ্য গ্রহণে সতর্কতার অভাবে উদরপীড়ায় কষ্ট ভোগ।
মীন: অনেক প্রচেষ্টার পর পেশাগত বিদ্যায় বিলম্বিত অগ্রগতি। অর্থকর্ম দিকটি শুভ। কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে।