ট্রাক্টরে চেপে ভোরবেলা কাজে যাচ্ছিলেন মহিলা শ্রমিকরা । চালক বুঝতে না পারায় একটি কুয়োর মধ্যে পড়ে যায় ট্রাক্টরটি ৷ মহিলারা সকলে জলে ডুবে যান ৷ এই ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নানদের জেলার আলেগাঁও এলাকার কাঞ্চননগরে ৷ পুলিশ সূত্রে খবর, এদিন সকালে হিঙ্গোলি থেকে কয়েকজন মহিলা ট্রাক্টরে করে কৃষিকাজ করতে যাচ্ছিলেন ৷ ট্রাক্টরের চালক বুঝতে পারেননি যে সামনে কুয়ো আছে ৷ সেই সময় ট্রাক্টরের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাক্টরটি কুয়োয় পড়ে গিয়ে এই বিপত্তি ঘটে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় ৷ দু’জন মহিলা এবং একজন পুরুষকে উদ্ধার করেন তাঁরা ৷ গ্রামবাসীদের দাবি, ট্রাক্টরটি কুয়োয় পড়ার ফলে বেশ কয়েকজন কুয়োয় ডুবে গিয়েছেন ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গোলি এবং নানদের থানার পুলিশ । পরে একটি জেসিবি এবং একটি ক্রেন এনে ট্রাক্টর ও ডুবে যাওয়া মহিলাদের উদ্ধার ও ত্রাণ কার্য শুরু হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুয়োর জলে ডুবে ৮ মহিলার মৃত্যু হয়েছে ৷ ট্রাক্টরটি পুরোপুরি কুয়োয় ডুবে গিয়েছিল ৷ ট্রাক্টরের একটি চাকা মাত্র দেখা যাচ্ছিল ৷
Maharashtra : মহারাষ্ট্রে কুয়োর মধ্যে পড়ে গেল ট্রাক্টর, মৃত ৮ মহিলা
