রামনবমীতে ফের ‘পিস রুম’ চালু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রামনবমীতে কোনও রকম অশান্তি এড়াতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যজুড়ে রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তা নিশ্চিত করতে, রাজ্য সরকারকে ইতিমধ্যেই বেশকিছু পরামর্শ দিয়েছে রাজভবন ৷ যথেষ্ট সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করার কথাও বলা হয়েছে । পাশাপাশি রবিবার 24×7 ‘পিস রুম’ আবার চালু করা হয়েছে বলে জানা গিয়েছে রাজভবন সূত্রে, যেখানে বাড়তি কর্মী নিযুক্ত করা হয়েছে । যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা যায় । প্রাক্তন আইজি (এসএসবি) এস. বন্দ্যোপাধ্যায়কে এই কাজের জন্য টাস্ক ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে । একটি র‍্যাপিড অ্যাকশন টিমও গঠন করা হয়েছে । যাঁরা কোনও ঘটনা ঘটলে দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে । একইভাবে ‘মোবাইল রাজভবন’ আজ সকাল থেকেই রাস্তায় রয়েছে । রাজ্যপালের বিশেষ কর্তব্যরত আধিকারিক জানান, “রামনবমীতে রাজ্যপাল সকলকে আশ্বস্ত করেছেন যে, প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং তিনি সর্বসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন যেন সকলে মিলে এই আনন্দঘন দিনকে মর্যাদা ও শালীনতার সঙ্গে উদযাপন করেন ।”