রামনবমীতে মিঠুন-সুকান্তর মেগা র‍্যালি

আজ রামনবমী। আর সেই উপলক্ষে গোটা রাজ্য আজ সেজে ওঠে। বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থক সহ তৃণমূল সমর্থকদের দেখা যায় রামনবমী শোভাযাত্রায়। বেশকিছু হেভিওয়েট নেতা মন্ত্রী সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেতে ওঠেন রামনবমী উৎসবে। এমনকি আইন অমান্য করেও। আর দুপুর গড়িয়ে বিকেল হতেই রামনবমী উদযাপনে নামলেন মিঠুন চক্রবর্তী । বারাসাতের রামনবমী শোভাযাত্রায় যোগ দিলেন তাঁরা। রামনবমী নিয়ে উন্মাদনার চেয়েও বেশি উন্মাদনা ছিল সামনে থেকে মিঠুন-সুকান্তকে দেখার। আগেই খবর ছিল বারাসাতে মিছিল করবেন তাঁরা, আর সেই খবর ছড়িয়ে পরতেই দুপুর থেকে রাস্তার দুই ধারে জমা হতে থাকেন সাধারণ মানুষজন। বিকেল হতেই চোখে পরার মত ভীড় দেখা যায়। মিঠুন-সুকান্তকে ঘিরে সাধারণদের মধ্যে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে থাকে। এদিন হুড খোলা গাড়িতে চেপে মিছিলে উপস্থিত হন মিঠুন-সুকান্ত।