আজ এখন নিউজ ডেস্ক, 27 ফেব্রুয়ারি: পাণ্ডবেশ্বরের মহাল মোড় সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে ঘটেছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। কয়লা বোঝাই একটি লরির সঙ্গে ১৬ চাকা লরির মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়েছেন কয়লা বোঝাই লরির চালক করণ খান। দুর্ঘটনাটি ঘটে মহাল মোড়ের একটি পেট্রোল পাম্পের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাধাইপুর দিক থেকে আসা কয়লা বোঝাই লরিটি পাণ্ডবেশ্বর অভিমুখে যাচ্ছিল।
অপরদিকে, পাণ্ডবেশ্বর থেকে মাধাইপুরের দিকে যাচ্ছিল একটি ১৬ চাকা লরি। দুটি গাড়ির মধ্যে তীব্র সংঘর্ষে কয়লা বোঝাই লরিটির কেবিন পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক করণ খান আটকে পড়েন। তার বয়স আনুমানিক ২৯ বছর। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ। গ্যাস কাটারের সাহায্যে কেবিন কেটে চালককে উদ্ধারের কাজ শুরু হয়। তবে দুই ঘণ্টারও বেশি সময় পার হলেও চালককে কেবিন থেকে পুরোপুরি বের করা যায়নি।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চালক জীবিত আছেন তবে গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। যদিও দুর্ঘটনার পর সুযোগ বুঝে ১৬ চাকা লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের সন্ধান চালাচ্ছে।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন ইসিএলের কয়লা বোঝাই অতিরিক্ত ওজনের লরি এই রাস্তায় চলাচল করে, যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তোলে। রাস্তার ওপর কয়লার টুকরো পড়ে যাওয়াও একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বহুবার ইসিএল আধিকারিকদের জানানো হলেও এই সমস্যার কোনও সমাধান হয়নি।