আজ এখন নিউজ ডেস্ক, 10 ডিসেম্বর: উঠে এল ফের এক চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা। সোমবার 34 বছর বয়সী এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি আগে উত্তর প্রদেশে থাকতেন। মৃত ওই ব্যক্তির নাম অতুল সুভাষ। মারাঠাহল্লি থানার সীমানার মঞ্জুনাথ লেআউটের বাসিন্দা অতুল সুভাষ, শহরের একটি প্রাইভেট ফার্মের সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে কাজ করতেন এবং স্ত্রীর থেকে বিচ্ছেদের পর তিনি একাই থাকতেন।
পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে তিনি 24 পৃষ্ঠার একটি সুইসাইড নোট রেখে গেছেন। যার মধ্যে 4 পৃষ্ঠা হাতে লেখা এবং 20 পৃষ্ঠা টাইপ করা ছিল। চিঠিতে, সুভাষ চলমান দাম্পত্য কলহের কথা উল্লেখ করে তার স্ত্রী এবং আত্মীয়দের তিনি হয়রানির জন্য দায়ী করেছেন। তিনি বেশ কয়েকজনকে ইমেলের মাধ্যমে ডেথ নোটটি পাঠিয়েছিলেন এবং একটি এনজিওর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে শেয়ার করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, ওই এনজিওর সাথে তিনি জড়িত ছিলেন।
পুলিশের মতে, সুভাষ তার স্ত্রীর সাথে আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন। মৃত ব্যক্তির স্ত্রী তার বিরুদ্ধে উত্তর প্রদেশে মামলা করেছিলেন। সম্প্রতি একটি আদালতের রায় সুভাষের বিরুদ্ধে যাওয়ার কষ্টে ওই ব্যক্তি আত্মহত্যা করেছিলেন বলে মনে করা হচ্ছে। এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের ভাই ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছেন। যার জেরে সুভাষের স্ত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।