আজ এখন নিউজ ডেস্ক, 11 মার্চ: অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকারের ঘরে এসেছে এক ছোট্ট পরী। মেয়ের জন্মের পর থেকেই সুখের মুহূর্তে ভাসছে পুরো পরিবার। সাত দিনের মা অনিন্দিতা এক অনন্য অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন নিজের ভক্তদের সঙ্গে। অপারেশন থিয়েটারে প্রতীক্ষার দীর্ঘ মুহূর্তের পর এল সুখবর। একরত্তি মেয়ের আগমনে চোখে জল আনন্দাশ্রু হয়ে ঝরেছে পরিবারের প্রতিটি সদস্যের। সেই প্রথম দর্শনের স্মৃতিকে ক্যামেরাবন্দি করতে ভোলেননি অনিন্দিতার কাছের মানুষরা।
মেয়ে জন্মের সাত দিনের মাথায় অনিন্দিতা সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিয়ো শেয়ার করেন। তাঁর কথায়, “এই মুহূর্তগুলো খুবই ব্যক্তিগত। কিন্তু শেয়ার করতে ইচ্ছে হলো। ভাবতেই পারছি না, এক সপ্তাহ এভাবে কেটে গেল। আমার মা হওয়ার, আর আমাদের পরীর মতো মেয়ের জীবনে আসার অভিজ্ঞতা সত্যিই অদ্ভুত সুন্দর।”
মেয়ে জন্মের পর থেকেই সুদীপ আবেগে ভাসছেন। প্রতিদিন কাঁদছেন, আবার সবাইকে হাসিমুখে জানাচ্ছেন, “আমাদের মেয়ে হয়েছে, মেয়ে।” অনিন্দিতার কথায়, “পুরো আট মাস ধরে সবাই বলছিল, পরী আসবে। কিন্তু বাবার মেয়ে না এসে কি পারে?” মেয়ের জন্মের খবর পেয়ে হাসপাতালের বাইরে আলিঙ্গন, হাততালি, আর ভালোবাসার জোয়ারে ভেসে গিয়েছে পুরো পরিবার। সেই মুহূর্তের কথা স্মরণ করে অনিন্দিতা বলেন, “সবাই এত অবাক হয়ে খালি কেঁদেছে, ভালোবেসেছে, আর ভালোবেসেই যাবে। আমাদের মেয়ে হয়েছে রে, মেয়ে।” পরীর আগমনে শুধু অনিন্দিতা ও সুদীপ নয়, পরিবারজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের রেশ। প্রত্যেকেই যেন নতুন এই অধ্যায়ের সাক্ষী হয়ে জীবনের এক স্বপ্ন পূরণের আনন্দে মেতে উঠেছেন।