আজ এখন নিউজ ডেস্ক, 16 ফেব্রুয়ারি: নতুন অধ্যায়ের সূচনা পরমব্রত ও পিয়ার সংসারে। টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং গায়িকা-সমাজকর্মী পিয়া চক্রবর্তীর জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। মা-বাবা হওয়ার আনন্দে আপ্লুত তারকাদম্পতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে তাঁদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই সুখবর। জানা গেছে, পিয়া বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং আগামী জুন মাসেই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
বিগত কয়েকদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন চলছিল পিয়া-পরমব্রতর ঘরে খুশির খবর আসছে। তবে এতদিন এই জল্পনা সরাসরি অস্বীকার করেছিলেন তাঁরা। কিন্তু শুক্রবার ডাক্তার দেখানোর পর, সুখবরটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন এই দম্পতি। শনিবার সকালে একটি হৃদয়স্পর্শী পোস্টের মাধ্যমে তাঁদের খুশির কথা জানান। নীল রঙের কার্ডে লেখা ছিল, “সন্তান আসছে।” সেই পোস্টে দেখা যায় তাঁদের পোষ্যদের সঙ্গে পরমব্রত ও পিয়ার একটি আদুরে মুহূর্তের ছবি।
পরমব্রত নিজের ব্যস্ত শিডিউল সামলেও হবু মা পিয়ার প্রতি যত্নবান। পাশাপাশি, পিয়ার মা-ও তাঁদের দেখাশোনায় হাত লাগিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বয়ে যাচ্ছে। অনুরাগীরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে রেজিস্ট্রি করে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানা বিতর্ক হলেও, সময়ের সঙ্গে সেই অধ্যায় পেরিয়ে গিয়ে তাঁরা সুখী দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন। পিয়া এর আগে গীতিকার ও সুরকার অনুপম রায়ের সঙ্গে বিবাহিত ছিলেন। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০২৩ সালের শেষের দিকে পরমব্রতর সঙ্গে পিয়ার বিয়ের খবর সামনে আসে, যা সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।