আজ এখন নিউজ ডেস্ক, 12 জানুয়ারি: আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায় রবিবার ভোররাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বক্সা জঙ্গল থেকে দলছুট এক হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। এই ঘটনায় প্রাণ হারান সিণ্টু টিগ্গা নামের এক পুলিশকর্মী। স্থানীয়রা জানিয়েছেন, হাতিটি একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি সুপারি বাগানেও তছনছ করে।
সিণ্টু টিগ্গা, যিনি দার্জিলিং জেলার পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন, সম্প্রতি ছুটি নিয়ে নিজের বাড়ি এসেছিলেন। গ্রামে হাতি ঢুকেছে জানতে পেরে তিনি দুই ভাই ও ভাইপোকে সঙ্গে নিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। তবে, হাতিটি তাঁদের লক্ষ্য করে পালটা ধাওয়া করলে সবাই ছুটে পালালেও সিণ্টু পড়ে যান। হাতিটি তাঁকে পায়ের তলায় পিষে দিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত করে।
পরে হাতিটি বনে ফিরে গেলেও এলাকার মানুষজন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, বক্সার জঙ্গল থেকে প্রায়ই দলছুট হাতি গ্রামে ঢুকে হামলা চালায়। সাম্প্রতিক অতীতে এমন হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। অথচ বনদপ্তর থেকে স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।
গ্রামের বাসিন্দারা বলছেন, হাতির ভয় এমনই যে অনেকে রাতে ঘর ছেড়ে বের হতেও সাহস পান না। তাঁরা বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। ঘটনাটি স্থানীয় প্রশাসন এবং বনদপ্তরের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছে।