আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩ জানুয়ারি: মুম্বাইয়ে ঘটে গেল এক অস্বাভাবিক দুর্ঘটনা। মা বেশি কাকে ভালোবাসে? দিদি নাকি বোন। মা বলে দিদিকে বেশি ভালোবাসেন। রাগের মাথায় ছুরি দিয়ে এলো পাথারে কুপিয়ে খুন করে।দিদিকে। পরের দিন পুলিশের কাছে নিজেই আত্মসমর্পণ করে ওই অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম সাবিনা বানো আজার শেখ। তার বয়স ৬২ বছর।তারা মুম্বাইয়ের কুরেশি নগরে থাকতেন। গতকাল তার মা ছোট মেয়ে রেশমার সঙ্গে বরমের বাড়ি কুশি নগরে যান। সেখানে গিয়ে বৃদ্ধ মায়ের সঙ্গে রেশমার কথা কাটাকাটি হয়। তিনি সেই সময় রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে এলোপাথাড়ি কোপাতে থাকেন। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় সাবিনাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তবে কেন খুন করল?পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাবিনা তাঁর বড় মেয়েকে বেশি ভালোবাসতেন বলে মনে করতেন ছোট মেয়ে। তা নিয়ে রাগ ছিল রেশমার মনে। ঘটনার দিন সেই রাগেই খুন করেন তিনি বলেই অনুমান। ‘খুনে’র পর তিনি থানায় গিয়ে আত্মসমপর্ণ করেছেন বলেও জানা গিয়েছে।
চুনাভাত্তি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অভিযুক্ত ও তাঁর মা একই সঙ্গে বড় দিদির বাড়িতে আসে। অভিযুক্ত জানিয়েছে, তাঁর মা বড় দিদিকে বেশি ভালবাসতেন তা নিয়ে অভিযুক্তের রাগ ছিল। তার জেরেই মাকে খুন করে সে।” দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।