জলাতঙ্কে আক্রান্ত হয়ে হাসপাতালেই নিজের গলা কেটে আত্মহত্যা যুবকের!

আজ এখন নিউজ ডেস্ক, 12 মার্চ: তামিলনাড়ুর কোয়মবত্তূরের এক সরকারি হাসপাতালে জলাতঙ্কে আক্রান্ত এক যুবকের আত্মহত্যার ঘটনা শিউরে দিয়েছে সবাইকে। পাগল কুকুরের কামড়ে সংক্রামিত র‌্যাবিস ভাইরাসের জটিলতায় ভুগতে থাকা ৩৫ বছর বয়সি রাম চন্দ্র নিজের গলা কেটে আত্মহত্যা করেন। এই ঘটনা সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োর মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

ওড়িশার বাসিন্দা রাম চন্দ্র কুকুরে কামড়ানোর কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়েন। জলাতঙ্কের উপসর্গ প্রকট হলে তাঁকে কোয়মবত্তূরের হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রামক রোগ হওয়ায় তাঁকে নিভৃত ওয়ার্ডে রাখা হয়েছিল। হাসপাতালের চিকিৎসকেরা জানান, রামের মানসিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তিনি উন্মত্ত আচরণ করছিলেন, যা জলাতঙ্কের শেষ পর্যায়ের লক্ষণ।

মঙ্গলবার আচমকাই রাম ওয়ার্ডে থাকা নোটিসবোর্ডের কাচ ভেঙে সেটি দিয়ে নিজের গলা কেটে ফেলেন। সংক্রমণের আশঙ্কায় প্রথমে কেউ তাঁর কাছে যেতে সাহস করেননি। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে রামের মৃত্যু হয়। সংশ্লিষ্ট এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর, জলাতঙ্কের বিপদ ও টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। হাসপাতালে কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চিকিৎসকেরা জানিয়েছেন, র‌্যাবিস ভাইরাস সংক্রামিত প্রাণীর কামড় থেকে এই রোগ ছড়ায়। প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, মাথা ব্যথা দেখা দিলেও দ্রুত রোগীর অবস্থার অবনতি ঘটে। শেষে আক্রমণাত্মক মনোভাব, পক্ষাঘাত, জলের প্রতি প্রবল ভীতি এবং মৃত্যু ঘটে। তবে সঠিক সময়ে টিকাকরণ করলে এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

13:26