প্রেমদিবসের দিন প্রেম প্রস্তাবে মানা করায় তরুণীকে অ্যাসিড ছুড়ল যুবক!

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৫ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন ডে তে নিজের মনের কথা জানাতে গিয়েছিল তরুণীকে। সেই প্রস্তাব সে মানা করে দেয়। তাতেই ঘটে বিপত্তি। ওই যুবক মুহূর্তের মধ্যে হিংসায় রেগে ওঠে। এবং তরুণীকে কোপানোর পর মুখে অ্যাসিড মারার অভিযোগ উঠল পরিচিত তরুণের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার পেরামপল্লীতে এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে দাবি, ওই তরুণী স্নাতক স্তরের পড়ুয়া। তারই কলেজের এক ছাত্র ভ্যালেন্টাইনস ডের দিন তাঁকে প্রেমের প্রস্তাব দেন। তরুণী রাজি না হওয়ায় তার উপর আক্রমণ চালায়। তারপর সত্তর তাঁকে সরকারি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন ওই যুবক অর্থাৎ অভিযুক্ত যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি নিশ্চয়ই পায় সেই দিকটা তিনি দেখবেন। আক্রান্ত ওই তরুণীর পরিবারের পাশে দাঁড়িয়ে নায়ড়ু বলেন, “সরকার আক্রান্তের সব রকমের চিকিৎসার ব্যবস্থা করবে। যাতে মেয়েটি সেরা পরিষেবা পায় তা দেখা হবে। আমরা পরিবারের পাশে আছি।”

মানবসম্পদ উন্নয়ন ও আইটি দপ্তরের মন্ত্রী নারা লোকেশ তরুণীর বাবার সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তরুণীর সুস্থতার জন্য সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘আমার নিজের বোন মনে করে তরুণীর পাশে আছি। ও যাতে সেরা চিকিৎসা পরিষেবা পায় সেদিক দেখা হচ্ছে। এই ঘটনা আমাকে বিচলিত করে তুলেছে। দোষীর চরমতম শাস্তি হবে।’

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি সভাপতি ওয়াইএস জগনমোহন রেড্ডিও অ্যাসিড হামলার তীব্র নিন্দা করেছেন। সরকারকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার ব্যর্থ বলে এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।