রেল ব্রিজের উপর তরুণীর চুল কেটে অর্ধেক, গ্রেপ্তার এক যুবক

আজ এখন নিউজ ডেস্ক, 9 জানুয়ারি: মহারাষ্ট্রের দাদার স্টেশনে ওভারব্রিজ দিয়ে হাঁটার সময় হঠাৎ নিজের চুলের অর্ধেক কাটা অবস্থায় টের পান ১৯ বছরের এক তরুণী। সোমবার ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর তরুণী অভিযোগ জানান রেল পুলিশের কাছে। সিসিটিভি ফুটেজের সাহায্যে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় ৩৫ বছর বয়সী এক সন্দেহভাজন যুবককে।

এই প্রসঙ্গে তরুণী জানিয়েছেন, দাদারের সেন্ট্রাল লাইন থেকে ওয়েস্টার্ন লাইনের দিকে যাওয়ার পথে হঠাৎ মনে হয় কেউ তাঁর চুল ধরে টেনেছে। পেছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে নিজের চুলে হাত দিয়ে দেখেন, অর্ধেক চুল কাটা। টিকিট বুকিং কাউন্টারের সামনে ঘটে এই ঘটনা। তরুণীর অভিযোগ পেয়ে আরপিএফ তাঁকে রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে তরুণীর কাছাকাছি থাকতে দেখা যায়। পরের দিন সকাল সাড়ে ৯টায় ওই যুবককে একই স্থানে দেখে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সন্দেহভাজন যুবক চেম্বুরের বাসিন্দা এবং ওয়েস্টার্ন লাইনের একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। দাদার থেকে ট্রেন বদল করে অফিসে যান তিনি। পুলিশি জেরায় তিনি দাবি করেছেন, তরুণীকে তিনি চিনতেন না। উল্লেখ্য, দাদারে ঘটনার পর ২০২2 সালের এপ্রিলে কলকাতার বিধাননগর স্টেশনে এবং 2023 সালের অগস্টে একই ধরনের ঘটনা ঘটেছিল। বিধাননগরে এক তরুণীর চুলের বিনুনি অর্ধেক কাটা অবস্থায় পাওয়া যায়।

তবে তরুণীর অভিযোগে চুরির কোনও ইঙ্গিত না থাকায় যুবকের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে অযাচিত স্পর্শের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই রহস্যময় ঘটনায় তদন্ত চালাচ্ছে রেল পুলিশ। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন যাত্রীরা।