আজ এখন নিউজ ডেস্ক, 20 মার্চ: সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট মুছে ফেলার বিষয়ে কেন্দ্রের অস্পষ্টতা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় কেন্দ্রের মোদী সরকারের কাছে প্রশ্ন তুলে তিনি জানতে চান, গত তিন বছরে মেটা ও এক্স (পূর্বতন টুইটার)-এর মতো প্ল্যাটফর্ম থেকে কতগুলি পোস্ট মুছে ফেলা হয়েছে এবং কোন মন্ত্রকের নির্দেশে তা করা হয়েছে।
কিন্তু এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে ব্যর্থ কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। তাঁর বক্তব্য, দেশের সার্বভৌমত্ব, শালীনতা রক্ষা এবং গোপনীয় তথ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ কারণেই সময় বিশেষে সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিষেকের আরও প্রশ্ন ছিল, দেশের সংবিধান যেখানে নাগরিকদের বাকস্বাধীনতার অধিকারকে সুরক্ষিত করেছে, সেখানে কী ভাবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে? কিন্তু মন্ত্রীর উত্তর এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের এই অস্পষ্ট অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের প্রকৃত অবস্থান ও সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা হোক।