আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৭ ফেব্রুয়ারি: এদিন নেতাজি ইনডোরের মেগা মঞ্চে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বছরের কত আসন তৃণমূলের জন্য আছে সেই নিয়েই মেগা মঞ্চে টার্গেট বেঁধে দিলেন। তবে আজ বিরোধীদের ফুতকার উড়িয়ে নিজের আত্মবিশ্বাসে তিনি জানালেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২১৫-এর বেশি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় শুধুই এখন উঠবে সবুজ ঝড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের মাসেই বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এমনটাই জানান। তৃণমূল আবারও দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরবেন। মমতা বলেন, “দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি। তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে। তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই। একাই লড়ব। আমরা একাই যথেষ্ট। দুই তৃতীয়াংশের বেশি আসন পাব। আমরা চতুর্থবার সরকার গড়ব।” আর এদিন অভিষেক বললেন, “২০১৪ থেকে একটা হলেও আসন বাড়াতে হবে। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়ব না। একাই লড়াই করব।”
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে চলছে তৃণমূলের রাজ্য সম্মেলন। প্রধান বক্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন রাজ্য ও ভিন রাজ্যের পদাধিকারী-সহ দলের শীর্ষ নেতৃত্ব। স্টেডিয়ামের ভিতরে উপস্থিত প্রায় ১৯ হাজার নেতা-কর্মী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী কী বলবেন, স্বাভাবিকভাবে সেদিকেই নজর রয়েছে দলীয় নেতৃত্বের।