আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৪ ফেব্রুয়ারি: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছে।এরমধ্যেই ইনস্টাগ্রামে তিনি একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন। রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়েই জল্পনা কল্পনা শুরু হয়েছে। অভিষেক তৃণমূল স্টোরি মাধ্যমে কাকে বার্তা দিলেন, সেই নিয়ে চলছে আলোচনা।
এদিন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তার ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে তাঁর একটি সাদা-কালো ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ‘হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট।’ এই কথাটি কে বাংলায় বিশ্লেষণ করলে দাঁড়ায়, “যিনি লড়াই করতে চাইবেন, তাঁকে আগে মূল্য চোকাতে হবে।” তবে অভিষেক কার উদ্দেশ্যে এমন স্টোরি দিলেন ইনস্টাগ্রামে? তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, কোভিডকালে অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’ সাড়া ফেলেছিল সর্বত্র। এবার সাধারণ মানুষের চিকিৎসার জন্য ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করেছেন তিনি। গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ প্রকল্পের উদ্বোধন করেন। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শিবির শুরু হয় ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। প্রথমদিন সাংসদ নিজে ওই শিবির সরেজমিনে খতিয়ে দেখেছিলেন। তারপর থেকেই সাধারণ মানুষের কাছে আশীর্বাদের মতোই হয়ে উঠেছে ‘সেবাশ্রয়’। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পরিষেবা পাওয়ায় খুশি অভিষেকও।