জেরক্স করাতে গিয়েই ঘটল বিপদ! ড্রামের জল থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১২ মার্চ: মঙ্গলবার উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা ছিল, ঐদিন এক পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল। তারপর কিছু দরকারী জিনিস তার জেরক্স করার প্রয়োজন ছিল বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত হয়ে গেলেও মেয়েটি আর বাড়ি ফেরেনা।পরে লালবাঁধের ড্যামের জল থেকে উদ্ধার হল তার মৃতদেহ। বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘটনাটি ঘটেছে। তবে গতকাল মেয়েটির পরীক্ষা খুব একটা ভালো হয়নি বলেই শোনা গেছে।সেজন্য কি কঠিন সিদ্ধান্ত নিল সে?বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে দাবি, হাউসিং সংলগ্ন কলোনির এলাকায় ওই পরিবারের বাড়ি। গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছিল। নিজের মোবাইল ফোনটিও বাড়িতে রেখে যায় সে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলে না ফেরায় বাড়ির লোকজনদের দুশ্চিন্তা বাড়ে। আশপাশের এলাকায় খোঁজ শুরু হয়। রাত নটা পর্যন্ত তাঁকে না পেয়ে থানায় বিষয়টি জানানো হয়। বিষ্ণুপুর থানার পুলিশও খোঁজ শুরু করে।

বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের গতকাল পরীক্ষা ভালো হয়নি। সেজন্য পরীক্ষা শেষে মনমরাও ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। পরীক্ষা খারাপ হওয়াতেই নিজেকে শেষ করার কঠিন সিদ্ধান্ত নিল সে? নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে? সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় পরিবারে কান্নার রোল উঠেছে। প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া।