আজ এখন, দেবপ্রিয়া কর্মকার,১৬ মার্চ: দোলের দিন সবাই রংয়ের খেলায় মেতে ওঠ। অভিনেতা অভিনেত্রীরা একটু বেশি এই হলির উৎসবকে বড় করে একটি ইভেন্টের মতন পালন করে। এমনই একটি দোলের পার্টিতে রং মাখানোর অছিলায় অশ্লীল স্পর্শ করলেন তারই সহ অভিনেতা। মুম্বাইয়ের এক অভিনেত্রী তার সহ অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। ইতিমধ্যে আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ওই সহ অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ওই সহ অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
২৯ বছরের অভিনেত্রী বর্তমানে মুম্বইয়ে একাধিক সিরিয়ালে কাজ করেন। একটি বিনোদন চ্যানেলের জন্য সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। গত শুক্রবার হোলি পার্টিতে তিনিও অংশ নিতে ভোলেন নি। সেখানে হাজারো অভিনেতা -অভিনেত্রীরা ছিলেন। অভিযোগ, বছর তিরিশের এক সহ অভিনেতা মদ্যপ অবস্থায় ওই হোলি পার্টিতে আসেন। হঠাৎ করেই রং মাখাতে গিয়ে তিনি দুর্ব্যবহার করেন। অনেকবার ওই সভা অভিনেতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বাধ্য হয়ে হোলি পার্টিতে থাকা ফুচকার স্টলের পিছনে লুকনোর চেষ্টা করেন। অভিনেত্রীর দাবি, সেখানেও পৌঁছে যান সহ অভিনেতা। তাঁকে জাপটে ধরে অশ্লীলভাবে রং মাখান অভিযুক্ত। প্রতিবাদ করলে ওই সহ অভিনেতা বলেন, “আমি তোমাকে ভালোবাসি। আমি দেখব তোমাকে পেতে কে বাধা দেয়।”
এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টি ছেড়ে পাশে থাকা রেস্টরুমে চলে যান। সেখানে গিয়ে ফোনে এক বন্ধুকে ডেকে পাঠান। ওই বন্ধুর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। তাঁর সঙ্গে অভিযুক্তের উত্তপ্ত বাদানুবাদও হয়। হাতাহাতিও হয় একপ্রস্থ। এরপরই ওই অভিনেত্রী বন্ধুর সঙ্গে থানায় যান। গোটা ঘটনা পুলিশকে জানান। সহ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (১)(আই) -সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেই জানায় পুলিশ। অভিযুক্ত ওই সহ অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলেই খবর।