আজ এখন নিউজ ডেস্ক, 19 মার্চ: আবারও মাতৃত্বের স্বাদ পেলেন ‘নিমফুলের মধু’ খ্যাত অভিনেত্রী মানসী সেনগুপ্ত । কন্যার পর এ বার পুত্রসন্তানের মা হলেন তিনি। রবিবার রাতে হাসপাতালে ভর্তি হওয়া মানসী সোমবার সকালে সুখবরটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর কোলজুড়ে এসেছে এক ফুটফুটে ছেলে।
অন্তঃসত্ত্বা থাকার দিনগুলি পুরোপুরি উপভোগ করেছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি গাড়ি চালানো থেকে জমিয়ে পার্টি, সবই করেছেন তিনি। মানসীর এই সক্রিয় জীবনযাত্রা দেখে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই। তবে সন্তানকে ভূমিষ্ঠ করার আগে মেয়েকে ছেড়ে হাসপাতালে যেতে মন খারাপ হয়েছিল তাঁর।
এই প্রসঙ্গে মানসী জানান, “এই বার মেয়েটা আমাকে ছেড়ে থাকতে চাইছিল না। কান্নাকাটি করেছিল। ভর্তি হওয়ার সময়ও সঙ্গে এসেছিল। বাড়ি ফেরার পর ভিডিয়ো কলে কথা বলেছে। আমার জন্য সুন্দর চিঠিও লিখে পাঠিয়েছে। নবাগত ভাইকে সে ‘বেবি’ বলে সম্বোধন করেছে আর আগাম ভালো থাকার বার্তা দিয়েছে।” হাসপাতালে মানসীর কাটানো বিশেষ মুহূর্তের ভিডিয়োগুলি ইতিমধ্যেই ভাইরাল। অভিনেত্রী এবং তাঁর পরিবারের এই নতুন সদস্যের আগমনে শুভেচ্ছায় ভাসছেন মানসী।