আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৭মার্চ: অভিনেত্রী অদ্রিজা রায়ের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, সম্প্রতি তিনি বিরাট মাপের টাকা হারিয়ে।
একটি সংবাদ মাধ্যমে সদ্য প্রকাশিত হওয়া খবরে জানা গিয়েছে- অভিনেত্রী অদ্রিজা রায় প্রতারণার শিকার হয়েছেন। তিনি ছ’লক্ষেরও বেশি টাকা খুইয়েছেন। টাকা প্রতারণার ক্ষেত্রে শুধু তিনিই নন এই তালিকা আরও অনেকে রয়েছে। যেমন- অঙ্কিতা লোখান্ডে, আয়ুষ শর্মা,তেজস্বী প্রকাশ, জয় ভানুশালী সহ ২৫ জন অভিনেতা। কেন এমন ঘটনা ঘটল?
গতবছর একটি এনার্জি ড্রিংক এর বিজ্ঞাপনে কাজ করেছিলেন অদ্রিজা সহ বাকি অভিনেতার। আগস্টেই তার শুটিং হয়েগিয়েছিল। শুটিংয়ের পর অভিনেতারা অল্প কিছু পারিশ্রমিক পেলেও পরবর্তীকালে বাকি টাকাটা আর পায়নি। অভিযোগ এরপর সংযোগকারী সংস্থা টাকা দেওয়ার একাধিকবার আশ্বাস দিলেও টাকা পাওয়া যায়নি। এমনকি তাদের দেওয়া চেকও একের পর এক বাউন্স করতে থাকে। এরপরই অভিনেতা অভিনেত্রীরা প্রশাসনের দ্বারস্থ হন।
চেম্বুর পুলিশের কাছে গোটা ঘটনা জানিয়ে ২৫ জন শিল্পীর সঙ্গে প্রায় দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছেন অদ্রিজা, অঙ্কিতার মতো পরিচিত মুখরা। অভিনেতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
শুধু এটাই নয় অদ্রিজার সঙ্গে আরও একটি অঘটন ঘটেছে। সম্প্রতি বন্ধুর সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েও অর্থক্ষতির মুখে পড়েন অভিনেত্রী। তবে এত কিছু খারাপের মধ্যেও অভিনেত্রী অনুপমা ধারাবাহিকে তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন।