আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৬ ফেব্রুয়ারি: নতুন করে বাংলাদেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল রাতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়িতে বুলডোজার চালায় বিপ্লবী ছাত্ররা। এবং আজ সকালেও তারা ধ্বংসযজ্ঞ অব্যাহত। কলকাতা ইসকনে মুখপাত্র রামরমন দাস বিষয়টিকে নিয়ে খুবই উদ্বিগ্ন। এবং তিনি বলেন, “বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংসের কথা মনে পড়ছে। বাংলাদেশ যেন মৌলবাদীর তাণ্ডবে আফগানিস্তান হয়ে উঠছে।” চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারি নিয়েও মুখ খুললেন তিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গতকাল সন্ধ্যে ফেসবুকে কিছু পোস্ট করে লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ ভিক্ষুককারীরা প্রথমে প্রথমেই মুজিবের স্মৃতিবিজড়িত ওই বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে। তারপর বাড়ির ভেতরে ভাঙচুর শুরু করে। রাত যখন নটা বাজে তার আগে দেখা যাচ্ছে তিনতলা পুরো জ্বলছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আজ সকালেও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। মুজিবরের বাড়ির সব থেকে বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। যেটি ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্মারক। বাড়ি ভাঙতে হাতুড়ি, শাবলের পাশাপাশি বিরাট ক্রেন ব্যবহার করা হয়। যদিও ইউনুস প্রশাসন উন্মত্ত ছাত্র-জনতা দলকে আটকায়নি। বরং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এই ঘটনায় প্রচ্ছন্ন মদত দেওয়ার অভিযোগ উঠছে।
বৃহস্পতিবার সকালে সেই প্রসঙ্গেই উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন করেছেন যিনি, একদল ছাত্র বিপ্লবের নামে তার বাড়িতে ধ্বংসলীলা চালাচ্ছে। এই ঘটনা আমাকে বামিয়ানের বুদ্ধমূর্তি ভাঙচুরের কথা মনে করিয়ে দিচ্ছে। বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে বলেই আশঙ্কা প্রকাশ করলেন তিনি। চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারি ও জামিন ইস্যুতে রাধারমণ দাস বললেন, “গোটা বিশ্ব দেখছে কী চলছে।”